Happy Birthday Wishes in Bengali – Happy Birthday Wishes – Birthday comes once a year. If you wish your Friend, Mother, Father, Sister, Brother, Husband, Wife, Girlfriend and Boyfriend a Happy Birthday in a different way, it will give them a special experience of happiness. This one day of the year brings a lot of joy in everyone’s life. There comes a day in everyone’s life which is very special, it is their birthday.
On this day they get good wishes and wishes everywhere. To wish your friends and family on this occasion, we have come up with a unique collection of Happy Birthday Wishes in Bengali.
Happy Birthday Wishes in Bengali
শুভ রজনী শুভ দিন
সামনে আসছে তোমার জন্মদিন
জন্মদিনে কি দেবো তোমায়
এক তোড়া গোলাপ আর এক বুক
ভালোবাসা ছাড়া আর কিছু
নেই যে আমার
গ্রীষ্মের ফুলগুলি বর্ষার অঞ্জলী
শরতের গিতালী হেমোন্তের মিতালী
শীতের পিঠাফুলি বসন্তের ফুলকলী
এমনি করে ভরে থাক তোমার জীবনের দিনগুলি
শুভ জন্মদিন
সবাইতো ফুল দিয়ে উইশ করবে
আমি না হয় হৃদয় দিয়ে করবো
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে
আমি না হয় এসএমএস দিয়ে বললাম
শুভ জন্মদিন
আজ তোমার জন্মদিন কি দেবো বলো উপহার ?
হৃদয় ছাড়া দেবার মত কিছু নেই তো আমার
আজ জন্মদিনে তোমার এই গান দিলাম উপহার
শুভ জন্মদিন
কোন রাজার সিংহাসন থেকে নয়
নয় কোন হিমালয়ের পাদদেশ থেকে
৭ সমুদ্র ১৩ নদীর অপার থেকে নয়
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই
শুভ জন্মদিন
জন্মদিনে কি বা দেবো তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার
শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা পৃথিবীর ভালোবাসা
পৌঁছবে তোমার কাছে আমার এই আশা
এই কবিতা পরে তুমি হাসবে হয়তো
কে বা জানে উদ্দেশ্য সফল হবে
যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে
মুছে দিও পুরোনো বেদনা খুলে দিও মনেরই জানালা
ভুলে যাও বেথার দিনগুলি মুছে ফেলো চোখের পানি
ঝরে যাক দুঃখ দুর্দশা মনে জাগাও সব নতুন নতুন আশা
শুভ জন্মদিন
মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ গাছে গাছে
স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে
পাখির গান পরিবেশের মায়াবী এক দয়া
পেয়েছে ওরা তোমার সবুজ জন্মদিনের ছোয়া
শুভ জন্মদিন
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি
কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে
যার মতো ভালো বন্ধু ও মানুষ
আমি জীবনে কমই পেয়েছি
শুভ জন্মদিন
খুশীর আকাশে পাল তুলে যেও চিরদিন
হাসি গানে শোধ হয়ে যাবে যত ঋণ
আলোর পরশে ভোর হয়ে এই রাত
কোনদিন চিঁড়ে দিওনা এই বন্ধুত্তের হাত
শুভ জন্মদিন
আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস
শুভ জন্মদিন
জন্মদিনের উষ্ণ অভিনন্দন
জানাই আমার জানা সুন্দর মানুষটিকে
তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে
অনেক ভালোবাসা রইলো তোমার জন্য
তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দ
৫২ সপ্তাহ খুশি ৩৬৫ দিন সাফল্য
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য এবং ৫২৬০০ মিনিট সৌভাগ্য
শুভ জন্মদিন
আল্লাহ আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার আমাদের জীবন
এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে
যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা
শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা
আল্লাহ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক
পরীক্ষা যেন আসুক তোমার জীবনে
প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক
শুভ জন্মদিন
দারুন দিনটায় জানাই অভিনন্দন
চলার পথে সৌভাগ্যবান থেকো
আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি
আজ দিনটা ভালোভাবে উপভোগ করো
শুভ জন্মদিন
যেদিন সূর্য উঠেনি সেদিন ফুল ফোটেনি
কারন জন্মদিন ছিল বলে
দিনটা ছিল তোমারআমার
মাঝে লুকিয়ে আছে সেই দিনটির স্মৃতি
যা প্রতি বছর সাড়া জাগায় আমার মনে
রাত পেরিয়ে আরেকটা দিন তাই তোমার জন্মদিন
প্রকৃতি সেজেছে নতুন সাজে
ফুল ফুটেছে রাশি আসি গাছে গাছে
দোয়েল ময়না টিয়া ডাকছে আপন শুরে
জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে
Birthday SMS Bangla
আজ বাতাসে সুগন্ধিত স্নিগ্ধতা
পাখিরা সারি সারি গাইছে গান
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন
ফুলেরা সব ফুটেছে বাগানে বাগানে
আজ আমার প্রিয়ার জন্মদিন
শুভ জন্মদিন
কারো স্যাটারডে প্রিয়দিন
কারো সানডে
আমার শুধু প্রিয় একটা দিন
তোমার জন্মদিন
আজকের এই রাত তোমার জন্য ডেকে
আনুক সুখময় নতুন এক প্রভাত
আজকের এই দিন তোমার জন্য হোক কষ্টহীন
আজকের এই সময়টা সুধু তোমার জন্য
আর তো কারো নয় জানায় শুভ জন্মদিন
তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন
শুভ জন্মদিন
আসুক ফিরে এমন দিন
হোক না তোমার সব রঙিন
জনম জনমের তরে
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে
রাজার আছে অনেক ধন আমার আছে সুন্দর মন
পাখির আছে ছোট্ট বাসা আমার মনে একটি আসা
দিবো তোমায় ভালোবাসা
শুভ জন্মদিন
স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক
দুখ গুলো দূরে যাক সুখে জীবনটা ভরে যাক
জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমাদের জন্য
শুভ জন্মদিন
রাত যায় দিন আসে
মাস যায় বছর আসে
সবাই আশায় থাকে একটি সুদিনের
আমি আশায় থাকি তোমার জন্মদিনের
শুভ জন্মদিন
জন্মদিন আসে যায় সবাই আরো এক বছর বড় হয়ে যায়
উপহার গুলো খোলা হয় ফেলে দেয়া হয়
আমি চাই আমার এই শুভেচ্ছা আজীবন রয়ে যাই
শুভ জন্মদিন
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার
পূরণ হোক প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা
বেঁচে থাকো হাজার বছর ধরে
শুভ জন্মদিন
আমার জীবনের সেরা সময় তোমার
মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া
জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ
আজ তোমার জন্মদিন কি দেব বল উপহার?
হৃদয় ছাড়া দেবার মতো কিছু নেই তো আমার
আজ জন্মদিন তোমার এই গান দিলাম উপহার
Happy Birthday in Bengali
জন্মদিনে শুভেচ্ছা নিও যদিও বিলম্বিত
বার্থডে ট্রিট পেলে বৎস হবো বড় প্রীত
শুভ জন্মদিন
সবাই ফুল দিয়ে উইশ করবে
আমি না হয় হৃদয় দিয়ে করবো
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে
আমি না হয় এস এম এস দিয়ে বললাম
আজকের এই দিনে সবকিছু হউক নতুন করে
সুখের স্মৃতিটুক থাক কাছে দুখ গুলো যাক দুরে
জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে
শুভ শুভ শুভ দিন আজ তোমার জন্মদিন
মুখে তোমার দীপ্ত হাসি ফুল ফুটেছে রাশি রাশি
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে
তেমনি করে বন্ধু তোমার
জীবন যেন সুখের সাগরে ভাসে
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি
কারন এই স্পেশাল দিনে সৃষ্টিকর্তা তোমাকে
পৃথিবীতে স্পেশাল করে আমার জন্য পাঠিয়েছে
নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু যা হয় না যেন শেষ
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস
শুভ জন্মদিন
এই বারেতে একটু খানি
কাটিয়ে ঘুমের রেশ
চোখটি মেলে চেয়ে দেখো
আরো একটি বছর শেষ
শুভ জন্মদিন
আমি কৃতজ্ঞ এই দিনের প্রতি
কারন আজকের এই দিনেতে তুমি জন্মেছিলে
এই দিনে আমি আমার জীবনের সবচেয়ে খুশি ছিলাম
শুভ জন্মদিন
আজ তোমার জন্মদিন
জীবন হোক তোমার রঙিন
সুখ যেন না হয় বিলীন
দুঃখ যেন না আসে কোনো দিন
শুভ জন্মদিন
আরো একটি বছর করলে তুমি পার
সুস্থ থাকো ভালো থাকো
এই কামনা করি বার বার
শুভ জন্মদিন
আজকের এই দিনে আশা রাখি জীবনের আনন্দ
যাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না
জন্মদিনের শুভেচ্ছা নিও
আশা রাখি জীবনের আনন্দ যাত্রায়
কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না
জন্মদিনের শুভেচ্ছা নিও
শুভ জন্মদিন
তোর জন্য ভালোবাসা লক্ষ গোলাপ জুঁই
হাজার লোকের লোকের ভিড়ে আমার
থাকবি হৃদয়ে তুই
শুভ জন্মদিন
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন
কিন্তু তোমার কথা শুধু ভাবছি সারাদিন
শুভ জন্মদিন
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে
অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে
শুভ জন্মদিন
সাগরের ঢেউ ফুলের সুগন্ধ
রাতের তারারা সবাই জড়ো
হয়েছে তোকে একসাথে বলতে
শুভ জন্মদিন
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে
আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে
জীবনে আরো উন্নতি সৌভাগ্য
ঐশ্বর্য আসুক এই কামনাই করি
শুভ জন্মদিন
দুঃখিত তোমার জীবন থেকে
আরো একটি বছর চলে গেল
মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে গেলে
জন্মদিনে কিবা দিবো তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার
শুভ জন্মদিন
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে
শুভ জন্মদিন
আর একটা বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি
কাল ও ছিলাম আজ ও আছি
তোমার জন্মদিনের সাথী
শুভ জন্মদিন
মিষ্টি সোনা যেন ছোট্ট পড়ি
জন্মদিনে বেশতো ভারী
সুন্দর কাটুক সারাটাদিন
মিষ্টি সোনার শুভ জন্মদিন
বছর বছর আসে ফিরে শুভ জন্মদিন
হাসি খুশির রঙিন ছোয়া গিফট এর দিন
আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা
আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি
আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন
বার্থডে উইশ ফর বেস্ট ফ্রেন্ড বাংলা
শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে
যার জন্মদিনের কথাটা ফেসবুক
রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!
ঘড়ির কাঁটাতে ১২ বাজার
আগেই আমি তোকে
জানিয়ে দি যে
বয়সটা তো আরো একবছর বেড়ে গেল!
শুভ জন্মদিন
খুশীর আকাশে পাল
তুলে যেও চিরদিন
হাঁসি গানে শোধ হয়ে
যাবে যত ঋণ
আলোর পরশে ভোর
হয়ে এই রাত
কোনদিন ছেড়ে দিওনা
এই বন্ধুত্তের হাত।
Happy Birthday
বন্ধু তোমার মনের আশা পূরন
হোক জন্মদিনে
অভিনন্দন জানায় তোমায়
এমন খুশির শুভক্ষণে
ভালোলাগার স্বপ্ন
আসুক তোমার চোখের
মণিকোঠায়
জীবন তোমার ভরে উঠুক
আনন্দ ভরা উচ্ছলতায়
শুভ জন্মদিন
হাঁসি ঠাট্টা অভিমান সব মিলিয়েই আমাদের বন্ধুত্ব চলছে আর চলবে।
শুরু হয়েছিলো একসময় তবে শেষ হবার নয়
তোমার প্রতিটা জন্মদিনেই তোমাকে এভাবে শুভ জন্মদিন বন্ধু বলে শুভেচ্ছা জানাতে চাই প্রতি বছর
শুভ জন্মদিন
এই যুগে সত্যিকারের বন্ধু যার আছে সে হচ্ছে সবচাইতে ভাগ্যবানদের মধ্যে একজন। আমি সেই একজন যার আছে এক সত্যিকারের বন্ধু। আজকে আমার সেই বন্ধুর জন্মদিন। দোয়া করি আমার বন্ধু যেনো ১০০ বছরেরও বেশি বাঁচে
শুভ জন্মদিন
Birthday Wishes For Husband Wife In Bengali
আর একটি বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি
কালও ছিলাম আজও আছি
তোমার জন্মদিনের সাথী
শুভ জন্মদিন
আমি আমার জীবনকে ভালবাসি
কারণ এটি তোমাকে দিয়েছি
আমি তোমাকে ভালোবাসি
কারণ তুমিই আমার জীবন
শুভ জন্মদিন প্রিয়
মনে বড়াে কষ্ট নিয়ে
বসে আছি আমি
ভাবছি শুধু তােমার কথা
কোথায় আছাে তুমি?
কি করছাে কেমন আছাে
কিছুই জানিনা
তােমার জন্য রইলো
জন্মদিনের শুভেচ্ছা
আমাদের ভালোবাসায়
পুরন হোক তোমার
মনের সব আশা
সুখী থাকবে তুমি নিয়ে
আমাদের ভালোবাসা
শুভ জন্মদিন
একসাথে অনেক গুলো বছর
পার করলাম তোমার সাথে
মান অভিমান ও করেছি অনেক
তবে আমাদের সম্পর্ক আজও
আছে সেই আগের মতোই
যেমনটা ছিলো আগে
আজকে তোমার জন্মদিনে
তোমার জন্য অগুন্তি
শুভ কামনা রইলো
শুভ জন্মদিন
কারও প্রিয়দিন Sunday
কারও প্রিয়দিন Monday
আমার প্রিয়দিন তোমার Birthday
শুভ জন্মদিন প্রিয়
আজকের এই দিনটির জন্য
একটা বছর ধরে ওয়েট করছি
কারন এই স্পেশিয়াল দিনে
সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে
স্পেশিয়াল করে আমার
জন্য পাঠিয়েছে
শুভ জন্মদিন
Birthday Shayari In Bengali
জন্মদিন মানে শুধু বন্ধুদের সাথে এনজয় করা নয়
জন্মদিন মানে তোমার কাছে নিজেকে প্রমান করার জন্যে
আগের বছর অবধিও যা সময় ছিল
তার চেয়ে এখন এক বছর কম আছে
তাই নিজের প্রতি যত্নশীল হও
নিজের দায়িত্ব পালন করতে শেখ
আরো বড় হও-তোমার জন্মদিনে আমি এই কামনা করি
শুভ জন্মদিন
এই দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক
আর তোমার আয়ুতে দিন কম পড়লে
ঈশ্বর যেন আমার আয়ু থেকে তোমায় সময় দান করেন
শুভ জন্মদিন
জীবন একটা বইয়ের মতন
আর তার প্রতিটি পাতা
হল এক একটা বছর
সেই পাতাগুলোকে তুমি
কিভাবে সাজাবে তা নির্ভর
করছে তোমার উপর
শুধু খেয়াল রেখো বইটি যেন
দেখতে সুন্দর হয়
শুভ জন্মদিন
“হাজার ভিড়ের মাঝে হোক
তোমার একটা আলাদা পরিচয়
দুঃখ যেন তোমায় ধরা
না দেয় কখনই
সবসময় যেন তোমার
থাকে ভালো সময়
এই কামনায় করি সব সময়
শুভ জন্মদিন
Bangla Birthday Kobita And Poem
ফুলের হাঁসিতে প্রাণের খুশিতে,
সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে,
অলিরা গানে গানে ফুলের কানে কানে,
বলছে আজ সেই শুভ দিন
শুভ জন্মদিন
বিধাতার সুখের নিরে হোক তোমার বসবাস
স্বপ্ন গুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস
ইচ্ছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো
মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত
স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পূরণ হোক
দুঃখ গুলো দূরে যাক
সুখে জীবনটা ভরে যাক
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য
শুভ জন্মদিন
আজ মেঘেদের মুখে হাঁসি
বর্ষার লুকোচুরি
বৃষ্টিটা যেনো আজ লাগছে
অনেক সুন্দরী
আজ আকাশটা উদাসী,
আনন্দের রঙ মিছিল
ধরণীর বুকে ছড়িয়ে
পড়েছে খুশির সলিল
Happy Birthday
আজকেরই এই দিনে, সবকিছু হউক নতুন করে
সুখের স্মৃতিটুক থাক কাছে, দুঃখ গুলো যাক দুরে
জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে
শুভ জন্মদিন
মামা তোমার জন্মদিনে
শেয়াল বলে সঙ্গে যাবো
বিড়াল বলে, মিউ মিউ
সঙ্গে গিয়ে কেক খাবো
ময়না বলে, আমিও যাবো
ক জনকে আর থামিয়ে রাখি
মাসি পিসি বনকাপাসি
চাঁদের খুড়ি ঘুঁটের ঝুড়ি
সঙ্গে নিয়ে আসি যদি
তাইতো আজি একলা এলাম
মামা তোমার জন্মদিনে
আজ তোমার জন্মদিন
কি উপহার নিবে বলো?
জন্মদিনে তোমায়
হৃদয় দিলাম উপহারে
অভিমানের মেঘ ভাসিয়ে
দাও অনেক দূরে
মন খারাপ এর দিন গুলো
দাও উরিয়ে ওই আকাশের নীড়ে
অসীম শুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে
Happy Birthday
Read More : Birthday Wishes in Marathi
Tags : Happy birthday wishes in bengali, Birthday Wishes in Bengali, bengali birthday wishes, birthday kobita in bengali, birthday wishes for friend in bengali, birthday poem in bengali, birthday wish in bengali, Happy Birthday Wishes in bangla, birthday wishes in bangla, শুভ জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা