Premer Kobita Bangla – 100+ রোমান্টিক প্রেমের কবিতা – Love Poem in Bengali : Hello friends, today this article has prepared a collection of some of the best new Love Poems ( Bangla Premer Kobita ) with you. If you want to impress your boyfriend or girlfriend by chatting with small Romantic Love Poems in Bangla.
All these Bengali love poems and Premer Kobita Bangla would be very good to share as. Also if you want to download some love poem pictures besides love poem text some new customized love and love poems along with beautiful love poem images have been created which you can download and share with your loved ones as WhatsApp status or as a message.
Premer Kobita Bangla
prem kobita, প্রেমের কবিতা, bangla kobita love, kobita bangla, premer kobita, sad kobita, love kobita bengali, premer kobita bangla, রোমান্টিক প্রেমের কবিতা, Premer Kobita Bangla, Love poem in Bengali, love poem bangla
ফুলের মতন মিষ্টি তুমি,
মিষ্টি তোমার মন
ভালোবেসে করো তুমি আমায়
তোমার আপনজন।
মন থাকলে বুঝে নিও
আমার মনের ভাষা,
কার জন্যে বুকের মাঝে
জাগে অনেক খানি আশা
You are as sweet as a flower,
make your heart sweet ,
you are my
relative.
If you have a mind, understand
the language of my mind,
for whom there is a lot of hope in the middle
of the chest
prem kobita – প্রেমের কবিতা

ব্যস্ত আমি, ব্যস্ত তুমি
চলছে তবু ভালো থাকার প্রয়াস!
শত ব্যস্ততার মাঝেও চলে
কী করছো? একটু জানার অবকাশ!
I’m busy, you’re busy
trying to stay well!
What are you doing in the midst of hundreds of engagements
? A little time to know!
দিন যায় রাত আসে
কেউ দুরে কেউ কাছে
তুমি আছো কতো দুরে
তবুও আছো হৃদয় জুড়ে।
Day goes by and night comes.
Someone is far away. Someone is far away . No
matter how far away you are , you are
still in the heart.
prem kobita – প্রেমের কবিতা

রাজার আছে অনেক ধন
আমার আছে একটি মন
পাখির আছে ছোট্ট বাসা।
আমার মনে একটি আশা।
তোমায় শুধু ভালোবাসা
The king has a lot of wealth,
I have a mind
, the bird has a small nest.
A hope in my mind.
Just love you
তোমার পথের পানে চাহি
আমার মন পাখি গান গায়
কবে তুমি আসবে সাথী
ঠিক করে বলোনা আমায়।
I want to drink your way,
my mind sings like a bird,
when will you come, mate , don’t tell
me exactly.
prem kobita – প্রেমের কবিতা

Read More : বেস্ট ক্যাপশন বাংলা
আবার যদি বৃষ্টি নামে
আমিই তোমার প্রথম হবো
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো
Again, if it is raining,
I will be the first one to embrace you
like a sari lying down
তাকে কখনো খুঁজো না যে
পৃথিবীতে বেশি সুন্দর বরং
শুধু তাকেই খোঁজো যার কারণে
তোমার পৃথিবী সুন্দর।
Never look for the one who is
more beautiful in the world, but look for the
one who makes
your world beautiful.
prem kobita – প্রেমের কবিতা

আমি হাসতে ভালোবাসি
কাঁদতে নয়
আমি আনন্দ দিতে ভালবাসি
কষ্ট দিতে নয়
আমি তোমার মনকে ভালবাসি
তোমার রূপকে নয়
আমি সবকিছু ভুলে যেতে পারি
কিন্তু তোমাকে নয়
I love to laugh
not cry
i love to give pleasure not
to hurt
i love your mind
not your looks
i can forget everything
but you
মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম
তোমায় ভালবাসি!!
If the mind were the sky, I would fall
in love with you, just holding hands.
If happiness was the heart, you would be the smile, I
would open the door of the heart and say
I love you
prem kobita – প্রেমের কবিতা

প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না।
যা হয় তা হল ভালো লাগা। আর সেই
ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসা।
Love is never at first sight.
All that happens is to feel good. And
if you think about feeling good, love is
created.
তুমি চাঁদ নও তবে চাঁদের আলো।
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ।
তুমি নদী নও তবে নদীর ঢেউ।
তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ
You are not the moon, but the light of the moon.
You are not a flower, but the fragrance of a flower.
You are not a river but a river wave.
You are not a stranger, you are someone I know
ফুল লাল, পাতা সবুজ, মন কেন
এতো অবুজ। কথা কম কাজ বেশি
মন চায় তোমার কাছে আসি।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি
মন বলে আমি তোমায়
অনেক অনেক অনেক ভালোবাসি
The flowers are red, the leaves are green, why is the mind
so weak. Talk less, work more,
mind wants to come to you.
Clouds want rain, moon wants night
. I love you
very much
Love poem in Bengali

আজ ছন্দ মহলে মিলছে দুটি মন
মনে মনে বলবে ওরা সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা
ভালোবাসার মাঝে থাকবে দুটি
মনের বেকুলতা। ভালবাসার কবিতা।
Today, the two minds are meeting in the rhythm hall
, they will say in their mind all the time, there
will be deep love between the words , between the
two
minds there will be apathy between love. Love poem
পৃথিবীটা তোমারি থাক,
পারলে নীল্ রং দিও,
আকাশটা তোমারি থাক,
কিছু তারা দিও,
মেঘ টাও তোমারি থাক,
একটু ভিজিটে দিও,
হৃদয়টা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও
The earth is yours,
give blue if you can, the
sky is yours,
give some stars, the
clouds are yours too,
give a little visit, the
heart is yours,
give a little space if you can
Love poem in Bengali

বুক ভরা ভালোবাসা আমি রেখেছি
তোমার জন্য তুমি যে আমার আমি
যে তোমার তুমি শুধু আমার জন্য।
I have a lot of love
for you, you are mine, I am yours,
you are just for me.
মনটা দিলাম তোমার হাতে
যত্ন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট
করে আমার ছবি আঁকো
স্বপ্নগুলো দিলাম তাতে আর
দিলাম আশা, নিজের মতো সাজিয়ে
নিও আমার ভালোবাসা!
I gave you the mind,
take care of your hand
, draw my picture in the middle of the heart, I gave you the
dreams and I
gave you hope, decorate it like yourself
, my love!
ভালবাসা মানে আবেগ
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি।
ভালোবাসা মানে শুধু তোর
কল্পনাতে ডুবে থাকা,
ভালোবাসা মানে তোর মধ্যে
নিজের ছায়া দেখা।
Love means passion
. Love means a bit of mischief.
Love means just
being immersed in your imagination,
love means
seeing your own shadow in you.
ফুলের চেয়েও মিষ্টি তুমি, হীরের চেয়ে দামি।
প্রাণের চেয়ে প্রিয় তুমি, কেমনে ভুলি আমি।
You are sweeter than flowers, more precious than diamonds.
You are dearer than life, how can I forget.
তুমি সেই কবিতা!যা প্রতি দিন ভাবি
কিন্তূ লিখতে পারিনা তুমি সেই ছবি!
যা কল্পনা করি কিন্তূ আঁকতে পারি না
তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন
চাইকিন্তূ তা কখনো-ই পাই না
You are that poem! I think every day
but you can’t write that picture!
What I imagine but I can not draw
that love! What I want every
day but never get
Love poem in Bengali

এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন। জানিনা যে
এই জীবনে কে হবে আপন,
মনের মত চাই তারে চাই তার মন
হবে কি তুমি? আমার কাছের একজন।
I got everything in this life,
I didn’t get anyone’s mind. I don’t know who will be yours
in this life . The one closest to me.
রোমান্টিক প্রেমের কবিতা
prem kobita, প্রেমের কবিতা, bangla kobita love, kobita bangla, premer kobita, sad kobita, love kobita bengali, premer kobita bangla, রোমান্টিক প্রেমের কবিতা, Premer Kobita Bangla, Love poem in Bengali, love poem bangla
স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা।
হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকবো আমি শুধু তার পাশে
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।
Drawing with dreams I am the boundary of happiness.
Finding with the heart I address the mind.
I will be like a shadow if I just
say beside him he really loves me.
তোমার লেখা চিঠিখানি যখন
হাতে পাই মনে হয় আমার
মতো সুখি কেউ নাই
When I get your letter
, I think there is
no one as happy as me
মন খোঁজে সারাক্ষণ মনের মত মন
মনের আশা পূরণ করতে তোমায়
প্রয়োজন। শূন্য মনে লুকিয়ে আছে
অনেক গুলো আশা।তার মধ্যে অন্যতম
তোমার ভালবাসা।প্রেমের কবিতা।
You need to fulfill the expectations of the mind like the mind all the time looking for the mind
There are many hopes hidden in the empty mind . One of them is
your love. Love poem.
Love poem in Bengali

শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই
You’re the only one I can talk to, I ‘m
the only one
away
তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙে ছবি
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কুল
তুমি আমার ভালোবাসার
সুন্দর গোলাপ ফুল
You are my colorful dream,
the artist’s color picture , you are my
moonlight,
morning sun
Monta dilam tomar hate
jatn kore rekho hriday majhe
chhotto kore amar chobi ako
swapno gulo dilam tate ar
dilam asha, nijer moto sajiye
nio amar bhalobasa!
love poem bangla

Tumi amar rangin sopno
Shilpir ronge chobi
Tumi amar chader alo
Sokal belar robi
Tumi amar nadir majhe
Ekti matro kul
Tumi amar bhalobasar
Sundor golap phul
Phooler chaeo mishti tumi,
Hirer chaeo dami
Praner chaeo priy tumi,
Kemone bhuli ami
love poem bangla
Tomar lekha chitthikhani
Jakhon hate pai mone
Hoi amar moto sukhi keu nai
Swapno diye aki ami sukher simana
Hriday diye khuji ami moner thikana
Chayar moto thakbo ami shudhu tar
Pashe jodi bole se amay sotti bhalbase
Read More : জন্মদিনের শুভেচ্ছা
Please let us know in the comments how you like this romantic love poem. And yes, if you also love to write Bengali love poems, Love Poems in Bangla then you must post your poems through comments so that everyone can read the romantic poems written by you. Also, search this website to share various love stories and statuses, thank you.
prem kobita, প্রেমের কবিতা, bangla kobita love, kobita bangla, premer kobita, sad kobita, love kobita bengali, premer kobita bangla, রোমান্টিক প্রেমের কবিতা, Premer Kobita Bangla, Love poem in Bengali, love poem bangla